ডিসেম্বর যেন একটা থেমে যাওয়া মুহূর্ত
ক্যলেন্ডারে ডিসেম্বর এলেই একটা অদ্ভুত শূন্যতা ভর করে। মনে হয়, গোটা একটা বছর চোখের পলকে কেটে গেল। কত কিছু চেয়েছিলাম, কিছুই যেন ঠিকমতো ধরতে পারিনি। এইতো মনে হল যে নতুন একটা একটা বছরে মাত্র ছিলাম এখনই কিভাবে একটা বছর পার হয়ে গেল। মনে হয় যেন একটা ঘরের এক দিক থেকে আরেক আরেকদিকে যেতে না যেতেই বছরটা শেষ হয়ে গেল। আবারো শুরু হল এক ধরনের ভয় বা আতংক, ভয় বা আতঙ্ক বলার কারণ হলো :-- যখন একটা নতুন বছর শুরু হয় যারা আমাদের মত মধ্যবিত্ত পরিবারের দায়িত্বে অবনত থাকে, তাদের অনেক ধরনের পেরেশানি বা হয়রানিও থাকে, যেমন অনেকের ছোট বাচ্চাদেরকে স্কুল বা মাদ্রাসায় ভর্তি করানো নিয়ে চিন্তায় থাকে,কেউবা পুরা বছরে অনেকগুলো মাস এর বেতন বাকি থাকে হতে পারে সেটা কোন প্রতিষ্ঠানের বা নিজের কোন জবের কর্মচারীর, অথবা হতে পারে কারো ঘর ভাড়া। নতুন বছর হিসেবে অনেক কিছুই নতুন করে কিনতে হয়, অনেক দিকেই অনেক কিছু বাড়িয়ে দিতে হয়, অর্থাৎ সবকিছু মিলিয়ে খরচটাও প্রত্যেকেরই আগের তুলনায় বৃদ্ধি পায়। আজ শুধু বেশিরভাগ কথাতে খরচ এর কথা আসার কারণ হলো :- পারিবারিকভাবে প্রত্যেকটা মানুষই এক একটা স...