ইতিহাস সাক্ষী থেকে যাবে, মুসলিমদের এই নীরবতারও হাত গুটিয়ে বসে থাকার,যেভাবে আজও সাক্ষী হয়ে আছে ১৪শ বছর আগে মুনিন মুসলিমদের বদর উহুদ ও খাইবার ইত্যাদি যুদ্বের ইতিহাস।

 ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।


মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।


সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ। 


সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..


গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।


সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'



....

It will be written in the pages of history—Pakistan was one of the world's nuclear powers, yet not a single bomb was dropped to protect Gaza.


The Nile River has flowed through the heart of Egypt for centuries, sustaining the African desert. Yet, nearby, the children of Gaza collapsed onto the ground, trembling with thirst.


Saudi Arabia and the UAE, luxurious empires floating on seas of oil, but Gaza's ambulances stood still on the roads, helpless, unable to fuel, silent. Silence seemed to be their only cry.


Countless eyes were turned towards Turkey, filled with the hope and expectation of leadership, the self-proclaimed spokesperson for the ‘Ummah’, Yet, for Gaza, they did nothing— no supplies, no military aid, no diplomatic intervention for security.


The entire Muslim world had 5 million soldiers, tanks, missiles, fighter jets, satellites, intelligence agencies, modern technology, and even hydrogen nuclear bombs— but not a single shadow fell on Gaza’s skies. No one walked towards Gaza.


Everything will remain in history, like Gaza— the stories of Muslims suffering in darkness across Kashmir, Uighurs, and Rohingyas. But the most tragic part will be written as— 'They were silent. Everyone was silent. That silence was deeper than death.'



Comments